জারিফের পদত্যাগপত্র গ্রহণ না করার আহ্বান জানিয়ে চিঠি: সংখ্যাগুরু সংসদ সদস্যের সই
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের পদত্যাগপত্র গ্রহণ না করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে লেখা চিঠিতে দেশটির সংসদ মজলিশে শুরার বেশির ভাগ সদস্য সই করেছেন।

মজলিশে শুরার জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির মুখপাত্র আলি নাজাফি খোশরোদি আজ(মঙ্গলবার) এ কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে তিনি আরো বলেন, ইরানের সংসদ সদস্যদের সই যোগাড়ের কাজ করছেন তিনি। এরই মধ্যে চিঠিতে প্রায় ১৬০ জন সংসদ সদস্য সই করেছেন।

এদিকে, জারিফের পদত্যাগের বিষয়ে আলোচনার জন্য ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির বিশেষ বৈঠক আজ ডাকা হয়েছে। কমিটির চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহতপিশি এ কথা জানিয়েছে।
গতকাল জারিফ পদত্যাগ করলেও এখনো প্রেসিডেন্ট রুহানি এটি গ্রহণ করেন নি। এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ৫৮তম সাধারণ সভায় রুহানি আজ বলেন, জারিফ, ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হিম্মাতি দেশটির মার্কিন বিরোধী লড়াইয়ে সম্মুখ সারিতে রয়েছেন। এ সময়ে জারিফের পদত্যাগের কথা উল্লেখ করেন নি তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন