ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ মার্কিন হতাশার প্রমাণ: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i69792-ইরানের_বিরুদ্ধে_অর্থনৈতিক_সন্ত্রাসবাদ_মার্কিন_হতাশার_প্রমাণ_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানিদের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের হতাশার প্রমাণ। আজ (মঙ্গলবার) এক টুইটে তিনি এ কথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৩, ২০১৯ ১৭:৩২ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানিদের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের হতাশার প্রমাণ। আজ (মঙ্গলবার) এক টুইটে তিনি এ কথা বলেছেন।

জারিফ আরও বলেছেন, ইরানিদের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বেড়েছে। এ থেকে এটা স্পষ্ট মর্কিন সরকার বুঝতেই পারছে না তাদের কী করা উচিত। তারা এখন হতাশার মধ্যে রয়েছে। কারণ পারস্য সভ্যতার উত্তরাধিকারীরা আমেরিকা তথা বিদেশিদের পরামর্শে নিজেদের নীতি-কৌশল নির্ধারণ করে না। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আজ (মঙ্গলবার) জাতিসংঘের বহুপাক্ষিকতা ও কূটনীতি বিষয়ক সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। 

নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকের অবকাশে তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। জারিফ এমন সময় জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক গেলেন যখন আমেরিকা ইরানের ওপর চাপ আগের চেয়ে বাড়িয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩