হরমুজ প্রণালীর নিরাপত্তা বিনষ্টের সুযোগ পাবে না আমেরিকা: জারিফ
(last modified Thu, 02 May 2019 09:51:45 GMT )
মে ০২, ২০১৯ ১৫:৫১ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকাকে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিনষ্টের সুযোগ দেওয়া হবে না। কাতারের রাজধানী দোহায় আজ (বৃহস্পতিবার) এশিয়া কোঅপারেশন ডায়ালগ বা এসিডি’র মন্ত্রী পর্যায়ের ষোড়শ বৈঠকের অবকাশে আল-জাযিরা টিভি চ্যানেলকে তিনি এ কথা বলেন।

জারিফ আরও বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের সঙ্গে যুদ্ধ বাধাতে চান-এটা নতুন কিছু নয়। কারণ ২০১৫ সালে তিনি পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। 

তিনি বলেন, ইরান আমেরিকার সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না।  তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ইস্যুটি ইরানের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। তেহরান চায় সব দেশই এখানে নিরাপদে ও স্বাধীনভাবে চলাচল করুক। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা পশ্চিম এশিয়ায় যুদ্ধের পেছনে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছে। তারা মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অনেক মার্কিনী কোনো কারণ ছাড়াই মধ্যপ্রাচ্যে তাদের জীবন দিতে বাধ্য হয়েছেন। 

আমেরিকার অদূরদর্শী নীতির কারণে মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২