১০ মাস পর ইরানের বিশাল ভাসমান ক্রেন মুক্ত করল কুয়েত
https://parstoday.ir/bn/news/iran-i71989-১০_মাস_পর_ইরানের_বিশাল_ভাসমান_ক্রেন_মুক্ত_করল_কুয়েত
কুয়েত সরকার অবৈধভাবে ইরানের একটি বিশাল ভাসমান ক্রেন আটক রাখার ১০ মাস পর অবশেষে ছেড়ে দিয়েছে। ইরানের সবচেয়ে বড় পোর্ট অপারেটর- ‘টাইডওয়াটার মিডল ইস্ট কর্পোরেশন’ গতকাল (সোমবার) জানিয়েছে, এই কোম্পানির মালিকানাধীন ‘আরভান্দ টাইড ১০০০’ নামের ক্রেন জাহাজটিকে কুয়েতের ‘পোর্ট অব শুয়াইবা’ থেকে মুক্ত করার পর এটি রোববার ইরানের উদ্দেশ্যে যাত্রা করেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১৬, ২০১৯ ০৭:৫৪ Asia/Dhaka
  • ‘আরভান্দ টাইড ১০০০’ নামের ভাসমান ক্রেনটির এই ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা ইরনা
    ‘আরভান্দ টাইড ১০০০’ নামের ভাসমান ক্রেনটির এই ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা ইরনা

কুয়েত সরকার অবৈধভাবে ইরানের একটি বিশাল ভাসমান ক্রেন আটক রাখার ১০ মাস পর অবশেষে ছেড়ে দিয়েছে। ইরানের সবচেয়ে বড় পোর্ট অপারেটর- ‘টাইডওয়াটার মিডল ইস্ট কর্পোরেশন’ গতকাল (সোমবার) জানিয়েছে, এই কোম্পানির মালিকানাধীন ‘আরভান্দ টাইড ১০০০’ নামের ক্রেন জাহাজটিকে কুয়েতের ‘পোর্ট অব শুয়াইবা’ থেকে মুক্ত করার পর এটি রোববার ইরানের উদ্দেশ্যে যাত্রা করেছে।

ওই কোম্পানি বলেছে, কুয়েত সরকার ‘ভিত্তিহীন অভিযোগে’ গত বছর জাহাজটিকে আটক করেছিল। আটকের আগে একটি কুয়েতি কোম্পানি জাহাজটিকে ছয় মাসের চুক্তিকে ভাড়া নিয়েছিল। চুক্তি শেষ হওয়ার পর ইরানে ফিরে আসার আগে ভাসমান ক্রেনটিকে আটক করা হয়।

‘টাইডওয়াটার মিডল ইস্ট কর্পোরেশন’ কোম্পানির এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, জাহাজটি আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করেছে। ফলে এটির ইরানে ফিরে আসার পথে আর কোনো বাধা নেই।

এ ধরনের উপকূলীয় তেল ও গ্যাস ক্ষেত্রে ভাসমান ক্রেন ব্যবহৃত হয়

বিবৃতিতে বলা হয়েছে, সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ভাসমান ক্রেনটি বিভিন্ন উপকূলীয় তেল ও গ্যাস খনির কাজে ব্যবহার করা হয়।  ওই কোম্পানি আরো জানিয়েছে, এখন তারা এক বছর ধরে ক্রেনটি আটকে রাখার জন্য কুয়েতের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবেন।

মার্কিন সরকার গত বছর ইরানের ‘টাইডওয়াটার’ কোম্পানির ওপর এই অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে যে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে এটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের পক্ষ থেকে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, দেশটির অর্থনীতিকে দুর্বল করার অশুভ লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৬