• ১০ মাস পর ইরানের বিশাল ভাসমান ক্রেন মুক্ত করল কুয়েত

    ১০ মাস পর ইরানের বিশাল ভাসমান ক্রেন মুক্ত করল কুয়েত

    জুলাই ১৬, ২০১৯ ০৭:৫৪

    কুয়েত সরকার অবৈধভাবে ইরানের একটি বিশাল ভাসমান ক্রেন আটক রাখার ১০ মাস পর অবশেষে ছেড়ে দিয়েছে। ইরানের সবচেয়ে বড় পোর্ট অপারেটর- ‘টাইডওয়াটার মিডল ইস্ট কর্পোরেশন’ গতকাল (সোমবার) জানিয়েছে, এই কোম্পানির মালিকানাধীন ‘আরভান্দ টাইড ১০০০’ নামের ক্রেন জাহাজটিকে কুয়েতের ‘পোর্ট অব শুয়াইবা’ থেকে মুক্ত করার পর এটি রোববার ইরানের উদ্দেশ্যে যাত্রা করেছে।