ইরানকে নিয়ে খেলবেন না: আমেরিকাকে জারিফের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i72104-ইরানকে_নিয়ে_খেলবেন_না_আমেরিকাকে_জারিফের_হুঁশিয়ারি
আমেরিকার আন্তর্জাতিক উপস্থিতির কারণেই বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২০, ২০১৯ ১৮:৩৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

আমেরিকার আন্তর্জাতিক উপস্থিতির কারণেই বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

আজ (শনিবার) আমেরিকা সফর শেষে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের পৌঁছার পর পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, আমেরিকা বিশ্বের যেখানেই গেছে সেখানেই নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার সৃষ্ট হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর, মধ্যপ্রাচ্য, ল্যাটিন এবং দক্ষিণ আমেরিকায় ওয়াশিংটনের উপস্থিতির কারণে সেখানে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দ্বিপক্ষীয় বিষয়ে বৈঠক করতে দক্ষিণ আমেরিকার দেশ নিকারাগুয়া ও বলিভিয়া যাওয়ার আগে কারাকাসে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। জারিফ বলেন, বিশ্বের এমন কোনো স্থানের নাম তার জানা নেই যেখানে আমেরিকার উপস্থিতির কারণে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। তারা যেখানেই গেছে সেখানেই উগ্রবাদ ও সন্ত্রাসের জন্ম হয়েছে।

এছাড়া, চলতি সপ্তাহের শুরুতে আমেরিকার একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওয়াশিংটনের উসকানিমূলক তৎপরতার প্রতি ইঙ্গিত করে প্রতিশ্রুতি ব্যক্ত করে জারিফ বলেন, যেকোনো তৎপরতার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। ইরানকে নিয়ে না খেলতে ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।