ইরানি ৩ বার্তা সংস্থার একাউন্ট ব্লক করেছে টুইটার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তিনটি বার্তা সংস্থার একাউন্ট ব্লক করে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার। এরইমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে টুইটার কর্তৃপক্ষ। ফারসি ভাষার তিনটি বার্তা সংস্থা হলো- ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা, ইয়ং জার্নালিস্ট ক্লাব বা ওয়াইজেসি এবং মেহর নিউজ।
টুইটারের পক্ষ থেকে তিনটি বার্তা সংস্থাকে ইংরেজি বার্তা দিয়ে বলা হয়েছে- “একাউন্ট স্থগিত করা হলো। টুইটারের আইন ভঙ্গ করলে টুইটার একাউন্ট স্থগিত করে দেয়।”
ইরানি বার্তা সংস্থাগুলো ধারণা করছে- ব্রিটিশ তেল ট্যাংকার আটকের বিস্তারিত খবর ও ছবি শেয়ার করার কারণে টুইটার এ ব্যবস্থা নিয়েছে।
মেহর নিউজ জানিয়েছে, এর কূটনৈতিক পাতা অফ লাইনে চলে গেছে। এ পাতায় পররাষ্ট্র নীতি নিয়ে নানা ব্যাখ্যামূলক প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রকাশ করা হতো। বার্তা সংস্থাটি বলছে- অবৈধ এ পদক্ষেপ নেয়ার কারণ সম্পের্ক তারা কিছু জানে না। টুইটারের এ পদক্ষেপের নিন্দা করেছে ওয়াইজেসি। তারা বলেছে, খবর ও তথ্য পরিবেশন করা ছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।#
পার্সটুডে/এসআইবি/২১