সমুদ্রসীমার নিরাপত্তা নিয়ে ইরান-আমিরাত সমঝোতা স্মারক সই
https://parstoday.ir/bn/news/iran-i72453-সমুদ্রসীমার_নিরাপত্তা_নিয়ে_ইরান_আমিরাত_সমঝোতা_স্মারক_সই
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সংযুক্ত আরব আমিরাত সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষার জন্য সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০২, ২০১৯ ১১:৪১ Asia/Dhaka
  • ইরান ও আরব আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দু দেশের কর্মকর্তারা
    ইরান ও আরব আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দু দেশের কর্মকর্তারা

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সংযুক্ত আরব আমিরাত সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষার জন্য সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে।

এতে ইরানের পক্ষে সই করেন সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি এবং আমিরাতের কোস্টগার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আলী মোসলেহ আল-আহবাবি। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে এ সমঝোতা স্মারক সই করা হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে যখন ইরান ও আমেরিকার মধ্যে মারাত্মক উত্তেজনা চলছে তখন তেহরান এবং আবুধাবি এ সমঝোতা স্মারক সই করল।

এমওইউ সইয়ের পর ইরানের সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজায়ি বলেন, সীমান্ত সহযোগিতা জোরদার ও দু দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্যই এ সমঝোতা স্মারক সই করা হয়েছে।

ওমান সাগরে জাহাজে সন্দেহভাজন হামলার জন্য ইরানকে দায়ী করে আমেরিকা কিন্তু মিত্ররা বলছে আমেরিকার প্রমাণ যথেষ্ট নয় 

আরব আমিরাতের কোস্টগার্ডের কমান্ডার জেনারেল মোসলেহ আল-আহবাবি এমওইউ সইয়ের ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি দু দেশের স্বার্থে কাজ করবে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। এছাড়া, সীমান্ত নিয়ন্ত্রণ ও সীমান্ত লঙ্ঘনের ঘটনা কমবে।

পারস্য উপসাগর এবং ওমান সাগরে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে তখন তেহরান ও আবুধাবি এ সমঝোতা স্মারক সই করল। আমেরিকার প্রস্তাবে খোদ পাশ্চাত্যের বহু দেশ সাড়া দিতে রাজি হচ্ছে না।#

পার্সটুডে/এসআইবি/২