জারিফের ওপর নিষেধাজ্ঞায় ইরানে ঐক্য শক্তিশালী হবে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i72535-জারিফের_ওপর_নিষেধাজ্ঞায়_ইরানে_ঐক্য_শক্তিশালী_হবে_মুখপাত্র
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা ইরানি জনগণের ভিত্তিমূলে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (রোববার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৫, ২০১৯ ০৬:২৮ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা ইরানি জনগণের ভিত্তিমূলে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (রোববার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

নিষেধাজ্ঞার নেশার ঘোরে কাতর মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ সম্পর্কে রাবিয়ি বলেন, এই নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা শুধুমাত্র একজন ব্যক্তিকে আক্রমণ করেনি সেইসঙ্গে এর মাধ্যমে কূটনৈতিক রীতিনীতির ওপর আঘাত হেনেছে ওয়াশিংটন। বিশ্বের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা বলে রাবিয়ি মন্তব্য করেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ

মোহাম্মাদ জাওয়াদ জারিফের প্রতি ইরানের জনগণের পাশাপাশি সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তার সমর্থন রয়েছে বলেও জানান তিনি। ইরান সরকারের মুখপাত্র বলেন, আমেরিকার এ পদক্ষেপের মাধ্যমে ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হবে।

ইরানকে কখনো একঘরে করা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আলী রাবিয়ি। তিনি বলেন, বিশ্বের বহু দেশ ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে এবং এখান থেকে বোঝা যায়, ইরান নয় বরং উল্টো আমেরিকাই একঘরে হয়ে পড়ছে। #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।