মহাকাশে সৌর প্যানেল পরিচালনার নয়া প্রযুক্তি পরীক্ষা করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i72782-মহাকাশে_সৌর_প্যানেল_পরিচালনার_নয়া_প্রযুক্তি_পরীক্ষা_করবে_ইরান
ইরান মহাকাশে সৌর প্যানেল পরিচালনা সংক্রান্ত নয়া প্রযুক্তির পরীক্ষা করবে। নাহিদ-১ নামের ইরানি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের পর এ পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন ইরানের যোগাযোগমন্ত্রী জাওয়াদ আজারি-জারোমি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১৪, ২০১৯ ১১:০৪ Asia/Dhaka
  • ইরানি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি চলছে
    ইরানি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি চলছে

ইরান মহাকাশে সৌর প্যানেল পরিচালনা সংক্রান্ত নয়া প্রযুক্তির পরীক্ষা করবে। নাহিদ-১ নামের ইরানি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের পর এ পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন ইরানের যোগাযোগমন্ত্রী জাওয়াদ আজারি-জারোমি।

উপগ্রহ নিয়ে চলেছে ইরানি রকেট - ফাইল ছবি

তিনি বলেন, মহাকাশে নিজ কাজ করার সময় নাহিদ ১ তার সোলার প্যানেলকে খুলে ধরবে। এটি মহকাশে অবস্থান করবে এবং  ঘূর্ণায়মান  এ প্যানেলকে নিয়ন্ত্রণ করবে। নাহিদ ১’র এ তৎপরতাকে ইরানের জন্য বড় ধরণের সাফল্য হিসেবে গণ্য করা হবে।

ভূ-পৃষ্ট থেকে আড়াইশ’ কিলোমিটার ওপরের কক্ষপথে পরিক্রমা করবে নাহিদ ‌১। এটি মহাকাশে সর্বোচ্চ আড়াই বছর অবস্থান করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বহুল প্রতীক্ষিত উৎক্ষেপণের জন্য নাহিদ ১কে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। অদূর ভবিষ্যতে এটি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।