ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানালেন প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i75090-ভূমিকম্পে_ক্ষতিগ্রস্তদের_প্রতি_শোক_ও_সমবেদনা_জানালেন_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আজ (শুক্রবার) খুব ভোরে পূর্ব আজারবাইজান প্রদেশের ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৮, ২০১৯ ১৮:৫৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আজ (শুক্রবার) খুব ভোরে পূর্ব আজারবাইজান প্রদেশের ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর জেনারেল মোহাম্মদ রেজা পুরমোহাম্মাদিকে ফোন করে প্রেসিডেন্ট রুহানি হতাহতদের পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানান। এসময় পুরমোহাম্মাদি তার প্রদেশে ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিতভাবে প্রেসিডেন্টকে জানান।

গভর্নর পুরমোহাম্মাদি প্রেসিডেন্ট রুহানিকে আশ্বস্ত করে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দেয়ার জন্য দেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর কার্যকর ব্যবস্থা নিয়েছে এবং এরইমধ্যে ঘরবাড়ি হারা লোকজনকে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮