জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঐতিহাসিক প্যারিস চুক্তিতে সই করল ইরান
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঐতিহাসিক প্যারিস চুক্তিতে সই করছে ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তিতে সই করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
জাতিসংঘ বলেছে, বিশ্বের নেতাদের মধ্যে প্রথম এ চুক্তিতে সই করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এতে বিশ্বের ১৭৫টি সই করে নতুন রেকর্ড স্থাপন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন হাউজ উৎপাদনকারী দেশ চীন এবং আমেরিকাও এ চুক্তিতে সই করেছে। এতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রতিহত করা যাবে বলে আশাবাদ সৃষ্টি হয়েছে।
চুক্তি সইয়ের অনুষ্ঠান ৪৬তম ধরিত্রী দিবসে উদযাপিত হয় এবং এর আগে কোনো আন্তর্জাতিক চুক্তিতে একদিনে এতো বিপুল সংখ্যক সই করা আর হয় নি। ২০১৫ সালে প্যারিসে এ চুক্তির বিষয়ে মতৈক্য হয়। চুক্তিতে গ্রিস হাউজ গ্যাস নিঃসরণ ঠেকানোর যে অঙ্গীকার বিশ্বের দেশগুলো ব্যক্ত করেছে এখন তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।
বিশ্বের ৫৫ শতাংশ গ্রিন হাউজ গ্যাস উৎপাদনে জড়িত ৫৫টি দেশ আনুষ্ঠানিক ভাবে এ চুক্তি অনুমোদন করার ৩০ দিনের মধ্যেই চুক্তির ধারাগুলো কার্যকর করার বিষয়টি বাধ্যতামূলক হয়ে যাবে।#
মূসা রেজা/২৩