ইরানি কনস্যুলেটের নিরাপত্তা রক্ষা করা ইরাকের সাংবিধানিক দায়িত্ব
https://parstoday.ir/bn/news/iran-i75690
ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশে কনস্যুলেটগুলোর নিরাপত্তা রক্ষা করা ইরাক সরকারের সাংবিধানিক দায়িত্ব।তিনি বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৯ ০৬:৪৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশে কনস্যুলেটগুলোর নিরাপত্তা রক্ষা করা ইরাক সরকারের সাংবিধানিক দায়িত্ব।তিনি বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

সম্প্রতি ইরাকের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দলে ভিড়ে গিয়ে একদল দুস্কৃতকারী কয়েকদিনের ব্যবধানে দু’দফায় নাজাফে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলা করে ও আগুন ধরিয়ে দেয়। জারিফ সংবাদ সম্মেলনে বলেন, ওইসব হামলায় কনস্যুলেট ভবনের মারাত্মক ক্ষতি হলেও ওই কূটনৈতিক মিশনের কোনো কর্মী বা এর গুরুত্বপূর্ণ দলিল-পত্র ও সনদের কোনো ক্ষতি হয়নি।

বুধবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্যুলেট ভবনের যে মারাত্মক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেয়া ইরাক সরকারের আইনি দায়িত্ব।

নাজাফের ইরানি কনস্যুলেটে হামলার ঘটনায় ওই নগরীর কোনো অধিবাসী জড়িত ছিল না বরং বহিরাগত দুর্বৃত্তরা ওই হামলা চালিয়েছে বলে ইরাকি গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ওই হামলার পর ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী আল-হাকিম তার ইরানে সমকক্ষ জারিফকে টেলিফোন করে ইরানের সরকার ও জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।