শত্রুরা চাইলে ইরানের অস্ত্র পরখ করে দেখতে পারে: জেনারেল মুসাভি
-
মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের সমরাস্ত্র অত্যাধুনিক কিনা শত্রুরা তা যাচাই করে দেখতে পারে। আজ (রোববার) সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুসাভি আরও বলেছেন, কোনো কোনো বিদেশি গণমাধ্যম ইরানের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে এবং অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, শত্রুরা চাইলে আমাদের সমরাস্ত্র ও সক্ষমতা যাচাই করতে পারে। এরইমধ্যে তারা যাচাই করেছে এবং জবাব পেয়েছে। যাচাই করতে গিয়ে উপযুক্ত আঘাতও তারা পেয়েছে।
ইরানের সেনা কমান্ডার বলেন, জনগণের অর্থ অপচয় করে না ইরানের সশস্ত্র বাহিনী। প্রতি রিয়াল সতর্কতার সঙ্গে খরচ করে। ইরান ওই সব দেশের মতো নয় যারা শত শত কোটি ডলার দিয়ে অস্ত্র কিনছে কিন্তু নিজেরা সেই অস্ত্র চালাতেও জানে না। তারা শত শত কোটি ডলার খরচ করে আকাশকে নিরাপদ রাখতে চাইছে কিন্তু দেখা যাচ্ছে সব কিছুই তাদের আকাশ ভেদ করতে পারছে।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।