তেহরানে জুমার খুতবা:
৯ দেই মানবতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ: কাজেম সিদ্দিকী
-
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী
৯ দেই তথা ৩০ ডিসেম্বরকে মানবতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন তেহরানের জুমার খতিব জনাব কাজেম সিদ্দিকী।

২০০৯ সালে দ্বাদশ রাষ্ট্রপতি নির্বাচনে জালিয়াতির মিথ্যা অজুহাত তুলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু দুর্বৃত্ত দেশবিরোধী পদক্ষেপ নিয়েছিল। দেশের সম্পদ বিনষ্টকারী সেইসব দুর্বৃত্তের প্রতিবাদ জানাতে ইরানের লক্ষ লক্ষ জনতা যে স্বতস্ফূর্ত মিছিলে অংশ নিয়েছিল সেই পদযাত্রার কথা স্মরণ করিয়ে দেয় ৯ দেই। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেন, সে সময় বলদর্পি শক্তি ইসলামী সরকার ব্যবস্থার ওপর আঘাত হানতে কোনো চেষ্টাই বাদ রাখে নি। নিরাপত্তাহীনতা তৈরি, বিশৃঙ্খলা সৃষ্টি, রাষ্ট্রিয় সম্পদের ওপর হামলা করার মতো কোনো অপকর্মই তারা বাদ রাখে নি। ইরানের সচেতন জনতা তাদের দুরদর্শিতা দিয়ে শত্রুদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিল বলে জনাব সিদ্দিকী উল্লেখ করেন।
তিনি আরও বলেন: শত্রুরা সবসময়ই ফেতনা সৃষ্টির জন্য ওঁৎ পেতে থাকে। তারা চায় ইরানি জাতির স্বাধীনতা,স্থিতিশীলতা এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে।
ইরানের জনগণ বিগত ৪০ বছরের মতোই শত্রুদের সকল পরিকল্পনা নস্যাৎ করে দেবে বলে বিশিষ্ট এই আলেম মন্তব্য করেন।
তেহরানের জুমার নামাজের মুসল্লিরা ইরানের শত্রুদের কুৎসিত ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। শত্রুদের চক্রান্ত ও ষড়যন্ত্র ব্যর্থ না হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিরোধ চালিয়ে যাবে বলেও দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।