ইরানের সংসদ নির্বাচন: প্রার্থীর এজেন্টদের নাম নিবন্ধন শুরু
(last modified Sun, 16 Feb 2020 07:04:56 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৩:০৪ Asia/Dhaka
  • ইরানের সংসদ নির্বাচন: প্রার্থীর এজেন্টদের নাম নিবন্ধন শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের প্রার্থীর এজেন্টদের নাম নিবন্ধন শুরু হয়েছে। নির্বাচন তদারকি প্রতিষ্ঠান অভিভাবক পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে এজেন্টদের নাম নিবন্ধন করতে হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। নিবন্ধিত এজেন্টরা প্রতিটি ভোটকেন্দ্রে তাদের প্রার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এখন ইরানে পুরোদমে নির্বাচনী প্রচার চলছে। আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১২ পর্যন্ত প্রচার কার্যক্রম চলবে।

প্রার্থীরা এ সময়ের মধ্যে তাদের কর্মসূচিসহ নানা পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সব ধরণের প্রচার চালাতে পারবেন, তবে তা হতে হবে নির্বাচনী আইনের আওতায়।

নির্বাচনী প্রচার নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে কিনা তা তদারকি করবে নির্বাচন পরিচালনা বিষয়ক হেডকোয়ার্টার্স। সোশ্যাল মিডিয়াসহ ভার্চুয়াল জগতে প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রমের ওপরও তারা কড়া নজর রাখবে।  

আগামী ২১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। ২৯০ টি আসনের জন্য সাত হাজার ১৪৮ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।  

প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেকোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে গণ্য হন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।