ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: ট্রাম্পকে জারিফের হুঁশিয়ারি
(last modified Mon, 20 Apr 2020 01:07:43 GMT )
এপ্রিল ২০, ২০২০ ০৭:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

ট্রাম্প শনিবার রাতে হোয়াইট হাউজে সাংবাদিকদের দৈনিক ব্রিফিংকালে ইরানি জনগণের বিরুদ্ধে তার সরকারের অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি চেপে গিয়ে দাবি করেন, ওয়াশিংটন করোনাভাইরাস মোকাবিলায় তেহরানকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এ ছাড়া, আমেরিকা যখন নিজেই করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে এবং ওষধু ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে রয়েছে তখন ট্রাম্প আরো দাবি করেন, তেহরান চাইলে তিনি ইরানে কয়েক হাজার ভেন্টিলেটর পাঠাবেন।

হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প (ফাইল ছবি)

ইরান আমেরিকার সঙ্গে নতুন একটি চুক্তি করতে চায় বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, “আমার মনে হয় (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) জন কেরি তাদেরকে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলছেন যাতে আমি যদি পরাজিত হই তাহলে তারা নয়া চুক্তির বিষয়ে আলোচনায় বসতে পারেন।”

ট্রাম্পের এসব অমূলক বক্তব্যের জবাবে জারিফ রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, তেহরান কোনো মার্কিন রাজনীতিবিদের সঙ্গে গোপনে কথা বলে না। তিনি সরাসরি ট্রাম্পকে  উদ্দেশ করে বলেন, “আপনার আর কিছু করতে হবে না। আপনি শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।”

ট্রাম্পের ভেন্টিলেটর পাঠানোর প্রস্তাবের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে বর্তমানে এত বেশি ভেন্টিলেটর তৈরি হচ্ছে যে, অচিরেই ভেন্টিলেটর রপ্তানি করা শুরু করবে তেহরান।”#          

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ