'ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচনে জিততে পারবেন না ট্রাম্প'
https://parstoday.ir/bn/news/iran-i81008-'ইরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_আরোপ_করে_নির্বাচনে_জিততে_পারবেন_না_ট্রাম্প'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অব-স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। গতকাল শনিবার মাহমুদ ওয়ায়েজি এক অনুষ্ঠানে এ কথা বলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ২৮, ২০২০ ১০:৪৮ Asia/Dhaka
  • মাহমুদ ওয়ায়েজি
    মাহমুদ ওয়ায়েজি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অব-স্টাফ মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। গতকাল শনিবার মাহমুদ ওয়ায়েজি এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার এবং অর্থনৈতিক ও স্বাস্থ্য বিষয়ক সন্ত্রাসবাদ চালিয়ে ট্রাম্প বিজয়ী হতে পারবেন না। ইরানের এ কর্মকর্তা আরো বলেন, আমেরিকার ব্যাপারে মার্কিনিদের অতীত নীতি পুনর্বিবেচনা করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। পাশাপাশি ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প

মাহমুদ ওয়ায়েজি মার্কিন বর্ণবৈষম্যের সাংবিধানিক নীতির সমালোচনা করে বলেন, এর জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে এবং সরকার জনমত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।#

পার্সটুডে/এসআইবি/২৮