ইমাম রেজা (আ.)-এর মাজারের ভেতর-বাহির
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম রেজা (আ)'র মাজারটি ইরানের মাশহাদ নগরীতে অবস্থিত। প্রতি বছর ইরানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মুসলমান এই মাজার জিয়ারত করতে আসেন। অনেক অমুসলিম পর্যটকও এই মাজারে এসে ইসলাম গ্রহণ করেন।
১১ জিলকাদ তথা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম রেজা (আ)'র পবিত্র জন্মবার্ষিকী। ১৪৮ হিজরিতে মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.)'র ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পবিত্র ও কল্যাণময়ী মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা।
১৮৩ হিজরিতে খলিফা হারুনের কারাগারে পিতা ইমাম কাজিম (আ.)'র শাহাদতের পর পঁয়ত্রিশ বছর বয়সে মুসলিম উম্মাহর ইমামতের ঐশী দায়িত্ব গ্রহণ করেন ইমাম রেজা (আ.)। প্রায় ১৯/২০ বছর ধরে ইমামতের মহান দায়িত্ব পালনের পর তিনি শাহাদত বরণ করেন।
পার্সটুডে//আশরাফুর রহমান/৪