আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তার জন্য বিদেশি সেনা প্রত্যাহার অপরিহার্য: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83021-আফগানিস্তানে_শান্তি_ও_নিরাপত্তার_জন্য_বিদেশি_সেনা_প্রত্যাহার_অপরিহার্য_ইরান
কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারেরর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে তেহরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২০ ২২:২৫ Asia/Dhaka
  • তালেবান ও আফগান সরকারের শান্তি আলোচনা
    তালেবান ও আফগান সরকারের শান্তি আলোচনা

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারেরর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে তেহরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহার অপরিহার্য বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান সবসময় জোর দিয়ে বলে এসেছে যে, আফগান সঙ্কটের কোনো সামরিক সমাধান নেই। ইরান মনে করে আফগানিস্তানে অব্যাহতভাবে বিদেশি সেনা উপস্থিতির কারণেই চলমান সংকট জটিল আকার ধারণ করেছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে যে, আফগানিস্তানের সমস্ত ইস্যু এবং সঙ্কটের সমাধান করতে হবে সংলাপ ও আলোচনার মাধ্যমে। পাশাপাশি আফগান সরকার এবং তালেবানের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে তার সফল সমাপ্তি আশা করেছে ইরান।#

পার্সটুডে/এসআইবি/১২