পরমাণু ক্ষেত্রে ইরান আন্তরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে: আইএইএ'র প্রতিবেদন
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনেও আইএইএ এ সংস্থার সাথে ইরানের সহযোগিতা বজায় থাকা এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
আইএইএর নির্বাহী বোর্ডের নিয়মিত বৈঠকের এক সপ্তাহ আগে পর্যবেক্ষকদের তথ্যের ভিত্তিতে এ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরলেন। আগামী ১৯ ও ২০ নভেম্বর ভিয়েনায় আইএইএর নির্বাহী বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সংস্থার প্রধান গতকাল বুধবার ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে এই সংস্থার সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লেখ করেন। তিনি এও বলেন, ইরানের ফোরদো ও নাথাঞ্জ পরমাণু কেন্দ্রে সাড়ে চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজও অব্যাহত রয়েছে। রাফায়েল গ্রোসি আরো বলেছেন, ইরান হেভি ওয়াটার নির্মাণ ও তা মজুদ করা অব্যাহত রেখেছে এবং দেশটি দুই দশমিক দুই টন হেভি ওয়াটার বাইরে রপ্তানি করেছে। এছাড়া, আরো এক টন ৩০০ কেজি পরিমাণ হেভি ওয়াটার ইরান নিজের গবেষণা কাজে ব্যবহার করেছে।
গত আগস্টে ইরানে রাফায়েল গ্রোসির সফরের পর ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আইএইএ এ প্রতিবেদন প্রকাশ করল। আইএইএর প্রধান ইরান সফরে আসার পর দুটি পরমাণু কেন্দ্রে এই সংস্থার পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দিতে ইরান সম্মত হয় এবং এরপর বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাতকারে রাফায়েল বলেন আইএইএর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে।
বাস্তবতা হচ্ছে, আইএইএর সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র ইরানেরই এই সংস্থার সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা বজায় রয়েছে এবং নজিরবিহীনভাবে সংস্থার পর্যবেক্ষকরা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শন করেছেন। এর মাধ্যমে ইরানও তার আন্তরিকতার প্রমাণ দিয়েছে।
আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এতো আন্তরিকতা ও সহযোগিতা করার পরও পরমাণু সমঝোতার কোনো সুবিধা ইরান এখন পর্যন্ত পায়নি। কারণ যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে গেলেও অপরাপর দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও তার ওয়াদা থেকে পর্যায়ক্রমে সরে এসেছে। আইএইএর সর্বশেষ প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে।
ইরান পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে অনেকটাই সরে এসেছে। ইরানের কর্মকর্তারা বলেছেন প্রতিপক্ষ যদি তাদের প্রতিশ্রুতি মেনে চলে তাহলে ইরানও প্রতিশ্রুতি মেনে চলবে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১২