ইরানে শতাধিক শহরে লক ডাউন শুরু
https://parstoday.ir/bn/news/iran-i84802-ইরানে_শতাধিক_শহরে_লক_ডাউন_শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় আজ (শনিবার) থেকে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে লক ডাউন বাস্তবায়ন শুরু হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ২০:৫৩ Asia/Dhaka
  • ইরানে শতাধিক শহরে লক ডাউন শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় আজ (শনিবার) থেকে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে লক ডাউন বাস্তবায়ন শুরু হয়েছে।

শহরের অধিবাসী নন এমন কেউ রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিং মল ও বাজার বন্ধ থাকবে।

অফিস-আদালতগুলোকে এক-তৃতীয়াংশ কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর চারটা পর্যন্ত রাস্তায় কোনো প্রাইভেট গাড়ি বের হতে পারবে না।

জরুরি সেবার সঙ্গে যুক্ত গাড়িগুলো কেবল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এরপর আবারও তা বাড়ানো হতে পারে।

এদিকে, ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩১ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩১ জন। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৩২৭ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ এসব তথ্য জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।