সবুজ ও টেকসই বিনিয়োগের ওপর জোর দিলেন ইরানের অর্থমন্ত্রী
পার্সটুডে- ইরানের অর্থমন্ত্রী সাইয়্যেদ আলী মাদানিজাদে বলেছেন, ইরান ও তাজিকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। তিনি জ্বালানি, প্রযুক্তি, পরিবহন ও কৃষি খাতে সবুজ বিনিয়োগের সুযোগ ও আঞ্চলিক সহযোগিতাকে টেকসই উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।
তিনি আজ মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে বলেন, “সবুজ বিনিয়োগকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলনটি পারস্পরিক মতবিনিময়ের সুযোগ এনে দিয়েছে এবং টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যতের দ্বার উন্মোচন করছে।”
তিনি আরও বলেন, “ইরান ও তাজিকিস্তানের প্রেসিডেন্টের সাম্প্রতিক বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় সৃষ্টি করেছে। এর মধ্যদিয়ে ২৩টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের দৃঢ় অঙ্গীকার প্রকাশ পেয়েছে।”
মাদানিজাদে জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ৫০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে পরিবহন, শুল্ক, মৎস্য, খনি ও কৃষিক্ষেত্রে যেসব চুক্তি হয়েছে তা এই সহযোগিতাকে আরও দৃঢ় করেছে।
তিনি আরও বলেন, “গোটা বিশ্বই এখন ডিজিটাল রূপান্তরের দোরগোড়ায়; ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তিতে অগ্রগামী হিসেবে তাজিকিস্তানের প্রযুক্তি উন্নয়ন ও জনশক্তি প্রশিক্ষণে তার অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত।”
পার্সটুডে ও ইরনা'র প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তানের দুশানবেতে আজ মঙ্গলবার আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।
তিন দিনব্যাপী এই সম্মেলন ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এবং মূল বিষয় সবুজ ও টেকসই বিনিয়োগ।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।