'ইরান ভ্রমণ অনুষ্ঠানে বর্ণনা শুনেই বন্দর আব্বাস দেখার খুব ইচ্ছে হচ্ছে'
https://parstoday.ir/bn/news/iran-i84961-'ইরান_ভ্রমণ_অনুষ্ঠানে_বর্ণনা_শুনেই_বন্দর_আব্বাস_দেখার_খুব_ইচ্ছে_হচ্ছে'
প্রিয় বন্ধু, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করিআপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। যেমনটি আগেও বলেছি আজও বলছি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান 'ইরান ভ্রমণ' আমার প্রিয় একটি আসর। আমি নিয়মিতভাবে এ আসরটি উপভোগ করে থাকি। আসরটি আমার খুবই প্রিয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৯, ২০২০ ০৮:২১ Asia/Dhaka
  • 'ইরান ভ্রমণ অনুষ্ঠানে বর্ণনা শুনেই বন্দর আব্বাস দেখার খুব  ইচ্ছে হচ্ছে'

প্রিয় বন্ধু, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করিআপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। যেমনটি আগেও বলেছি আজও বলছি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান 'ইরান ভ্রমণ' আমার প্রিয় একটি আসর। আমি নিয়মিতভাবে এ আসরটি উপভোগ করে থাকি। আসরটি আমার খুবই প্রিয়।

গত কয়েক সপ্তাহ যাবৎ এ আসরে ইরানের কেরমান প্রদেশের নানা ইতিহাস, ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ও প্রাকৃতিক নিদর্শনের সাথে পরিচিত হয়েছিলাম। গত সপ্তাহ থেকে কেরমান ভ্রমণ সমাপ্ত হয়েছে।

গত ২১শে নভেম্বরের 'ইরান ভ্রমণ' আসরে পরিচিত হলাম ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর 'বন্দর আব্বাস' এর সাথে। বন্দর আব্বাস হলো ইরানের বিখ্যাত এবং ঐতিহাসিক শহর। এটি ইরানের বৃহৎত্তম বন্দর। জানলাম পারস্য উপসাগরের উপকূলে এ শহরটি অবস্থিত। একইসাথে ব্যবসায়ীদের জন্য এবং বণিকদের জন্য চমৎকার নৌপথের শহরও এটি। আরো জানলাম ইরানের যতো পণ্য আছে সেইসব মালামাল রপ্তানি ও সরবরাহের বৃহৎ মাধ্যমই হলো এই বন্দর আব্বাস। যেখানে রয়েছে অসংখ্য শিল্প কারখানা  রয়েছে দুটি সমুদ্র বন্দরও। এগুলি হচ্ছে- শহিদ রাজ-ই বন্দর এবং শহিদ বহনার বন্দর কমপ্লেক্স। বলা হলো ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তির বিশাল অংশ জুড়ে রয়েছে এইসব বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা।               

জানলাম এ অঞ্চলের মানুষের প্রধান পেশা হলো- মাছ শিকার করা, কৃষিকাজ করা ও ব্যবসা-বাণিজ্য করা। এ শহরের লোকেরা নাকি  খুব অতিথিপরায়ন বলেও বলা হলো। ভ্রমণের জন্য পছন্দের তালিকার শীর্ষে থাকে এই বন্দর আব্বাস। কারণ, এখানে রয়েছে কয়েকটি নয়নাভিরাম দ্বীপ। বর্ণনা শুনে বন্দর আব্বাস দেখার খুব ইচ্ছে হচ্ছে। আহা এমন নজরকাড়া স্থান যদি স্বচক্ষে দেখতে পেতাম?  ভীষণ ভালো লাগল বন্দর আব্বাস সম্বন্ধে বিস্তারিত জেনে। অনেক অনেক ধন্যবাদ রেডিও তেহরানের বাংলা বিভাগকে ভ্রমণ বিষয়ক এমন চমৎকার অনুষ্ঠান আমাদের উপহার দেয়ার জন্য। 

এইদিন আরো শুনলাম ধারাবাহিক 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' এতে গত দুই আসরে ইরাকের অভ্যন্তরে ইরানি যোদ্ধাদের চালানো রমজান অভিযান নিয়ে আলোচনা শুনেছি। অদ্যকার আসরে এই অভিযানে ইরানের অর্জন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা শুনলাম। ভালো লাগলো এ আসরটিও। অনেক অনেক ধন্যবাদ এজন্য আপনাদের।

প্রশ্নঃ ইরানে কতো ধরনের খেজুর উৎপন্ন হয়? এবং প্রতি বৎসর ইরানে কি ইরান কি পরিমাণ খেজুর বিক্রয় করে থাকে? উত্তরে জানাবেন। আজ এখানেই ইতি টানছি। আগামীতে আবারও কথা হবে। আপনারা সবাই ভালো, সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন।

শুভেচ্ছান্তে-

মোঃ সাইফুল ইসলাম

গ্রাম: পুরান বগুড়া, চাঁদনী বাজার, বগুড়া।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।