ডিসেম্বর ০৮, ২০২০ ০৬:২০ Asia/Dhaka
  • ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের চার সিনেমা

বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী মাসে অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশগ্রহণ করছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, উৎসবের নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগে অংশ নিচ্ছে ইরানি পরিচালক নিলুফার জামানের নির্মিত প্রামাণ্য চিত্র ‘রুজহা-ই-সিয়াহ’ বা ‘কালো দিনগুলো’। এ ছাড়া, কাহিনীভিত্তিক যে তিন ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকা উৎসবে স্থান পাচ্ছে সেগুলো হচ্ছে- মেহরান হেম্মাতজাদে’র ‘রোইয়াবিন’ বা ‘স্বপ্নদ্রষ্টা’, হুমান ফাখতে’র ‘দস্তন-ই-ইব্রাহিম’ বা ‘ইব্রাহিমের গল্প’ এবং আব্দুল্লাহ কাজেমি’র ‘আরসু’  বা ‘অশ্রু’।

আগামী বছরের ১৬ জানুয়ারি শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’ এই স্লোগানে অনুষ্ঠিত হবে উৎসবটি।

এবার ৬০টি দেশের ২০০ চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে। উৎসবটি একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।  রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, স্টার সিনেপ্লেক্স ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে দর্শকরা ছবিগুলো দেখতে পাবেন।

ছবির প্রদর্শন ছাড়াও থাকছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, উইমেনস ফিল্ম সেশনসহ বেশ কয়েকটি প্রতিযোগিতা পর্ব।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ