এশিয়ায় প্রথম ভ্যাকসিন তৈরি করে ইরান: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i85680-এশিয়ায়_প্রথম_ভ্যাকসিন_তৈরি_করে_ইরান_স্বাস্থ্যমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডা. সাঈদ নামাকি বলেছেন, ইরানে টিকা তৈরির ইতিহাস অনেক পুরনো। এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানই প্রথম টিকা তৈরি করতে সক্ষম হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২০ ১৭:০১ Asia/Dhaka
  • সাঈদ নামাকি
    সাঈদ নামাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডা. সাঈদ নামাকি বলেছেন, ইরানে টিকা তৈরির ইতিহাস অনেক পুরনো। এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানই প্রথম টিকা তৈরি করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, যারা বলছে এই প্রথম ইরানে কোনো টিকার পরীক্ষা চলছে তারা ভুল করছে। কারণ একশ' বছর আগে অর্থাৎ ফার্সি ১২৯৯ সালে ইরানে পাস্তুর ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। এর চার বছর পরই প্রতিষ্ঠা করা হয় রাজী ইন্সটিটিউট।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,সব ইরানি নিজেদের তৈরি টিকা নিয়েই শৈশব শুরু করেছে।

তিনি আরও বলেন, ইরান থেকে এশিয়ার বিভিন্ন দেশে ভ্যাকসিন রপ্তানি হয়েছে। এই অঞ্চলের দেশগুলোতেও ভ্যাকসিন সরবরাহ করা হতো। তবে নানা কারণে এ ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ৩০ বছর আগে তিনি নিজেও ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন বলে উল্লেখ করেন সাঈদ নামাকি।

আজ ইরানে মানবদেহে করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।