প্রতিশোধ নেবই, স্থান ও সময় নির্ধারণ করবে ইরান: আইআরজিসি'র মুখপাত্র
(last modified Sun, 03 Jan 2021 13:21:43 GMT )
জানুয়ারি ০৩, ২০২১ ১৯:২১ Asia/Dhaka
  • রামাজান শরিফ
    রামাজান শরিফ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র মুখপাত্র রামাজান শরিফ বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির রক্তের বদলা কখন ও কোথায় নেয়া হবে তা ইরানই ঠিক করবে। তিনি আজ (রোববার) রাশাটুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

রামাজান শরিফ আরও বলেছেন, জেনারেল সোলাইমানির রক্তের বদলা নেয়ার সুযোগ এখনও ইরানের সামনে রয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবেই। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।  উপুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি জানান। 

আইআরজিসি'র মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে বোকামি করে বসতে পারে। তারা আবারও বোকামি করবে না এমন কোনো নিশ্চয়তা নেই।

তিনি বলেন, প্রতিশোধের ধরণটা এমন হতে হবে যে, এর ফলে শত্রুদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং মুসলিম বিশ্বের সমর্থন বেশি মাত্রায় অর্জিত হবে। 

কাসেম সোলাইমানি

 

ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা এর আগেও জানিয়েছেন তাদের চোখের মনি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বদলা নেওয়া হবেই। তবে এর আগে ইরান জেনারেলকে কবর দেওয়ার আগেই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে একটা চপেটাঘাত করেছে।

২০২০ সালের ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ