আগামীকাল ইরান পরিচিতি বিষয়ক ওয়েবিনার; যা বললেন ড. ফোরুজান
(last modified Sun, 07 Feb 2021 05:38:58 GMT )
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১১:৩৮ Asia/Dhaka
  • ইরানোলজি ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড. হামিদ ফুরুজান
    ইরানোলজি ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড. হামিদ ফুরুজান

ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী ও নারী দিবস উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র, ইরানের সাদি ফাউন্ডেশন ও ইরানোলজি ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আগামীকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

‘বাংলাদেশে ইরান পরিচিতির অবস্থান পর্যালোচনা ও ইসলামি বিপ্লবের ৪২ তম বিজয় বার্ষিকী’ শীর্ষক ওয়েবিনারটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায় এবং শেষ হবে বেলা ১টায়।

ইরানের ইরানোলজি ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড. হামিদ ফুরুজান এই ওয়েবিনারের উদ্দেশ্য সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে ইরান পরিচিতি বিষয়ক শিক্ষা ও যোগাযোগের ইতিহাস, দেশটিতে ইরান পরিচিতি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা ও বাংলাদেশে ইরান বিষয়ক বিশেষজ্ঞদের অবস্থান সম্পর্কে ধারনা লাভ করা হচ্ছে এই ওয়েবিনারের মূল লক্ষ্য।

তেহরানে ইরানোলজি ফাউন্ডেশন ভবন

ওয়েবিনারের আলোচকদের পরিচয় সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ড. ফুরুজান বলেন, তিনি ছাড়াও ইরানোলজি ফাউন্ডেশনের প্রধান আয়াতুল্লাহ সাইয়েদ মোহাম্মদ খামেনেয়ী, বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার, ইরানোলজি ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল সাইন্টিফিক কো-অপারেশন বিভাগের মহাপরিচালকের  উপদেষ্টা ড. সাইয়্যেদ আব্দুল মাজিদ মিরদামাদি,বাংলাদেশে অবস্থিত ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচালার কাউন্সেলর ও ইরানোলজির শিক্ষক ড. সাইয়্যেদ হাসান সেহাত, সাদী ফাউন্ডেশনের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ ড. এলহাম হাদ্দাদিসহ বাংলাদেশ ও ইরানের আরো বেশ কয়েকজন স্বনামধন্য শিক্ষাবিদ এই ওয়েবিনারে বক্তব্য রাখবেন। আর এটি সঞ্চালনা করবেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক এবং ইরান স্টাডিস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন।

ইরানোলজি বা ইরান পরিচিতি বিষয়ক শিক্ষা প্রদানের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করা হলে ড. ফোরুজান বলেন, ইরান পরিচিতি হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যেখানে ইরানের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারনা লাভ করা যায়। সমাজবিজ্ঞানের অন্য কোনো শাখার অংশ হিসেবে না দেখে এ বিষয়টিকে একটি স্বতন্ত্র শাখা হিসেবে দেখতে হবে যা একটি পূর্ণাঙ্গ ও কার্যকর বিষয় হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে।

তিনি বলেন, ইরানের যে ভূখণ্ড আজ বিশ্বের মানচিত্রে দেখা যায় এক সময় তার চেয়ে অনেক বড় ছিল এই দেশের আয়তন। কাজেই ইরানের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে হলে সেই বিশাল ইরানের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও কালচার জানতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ঐতিহাসিক সামারখন্দ শহর আজকের ইরানি মানচিত্রের অংশ না হলেও ফার্সি কবিতার পিতা হিসেবে কবি রুদাকি সামারখন্দি ইরানি সংস্কৃতির অংশ এবং তাকে চিনতে হলে ইরান পরিচিতি শিখতে হবে। ইরান থেকে ইসলাম ধর্মের উৎপত্তি না হলেও ইরান হয়ে এই ধর্ম উপমহাদেশে ছড়িয়ে পড়েছে বলে বহু ফার্সি শব্দ উপমহাদেশের মানুষের ধর্মীয় সংস্কৃতির অংশ হয়ে রয়েছে। এটিও ইরানোলজি বা ইরান পরিচিতি বিষয়ক জ্ঞান শিক্ষার অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানটি  ঢাকাস্থ ইরান  সাংস্কৃতিক কেন্দ্রের ওয়েব সাইট http://www.iranmirrorbd.com/ এর  ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হবে।

Zoom Meeting Link:

https://us02web.zoom.us/j/84736083788?pwd=TitqTGpVbk9LbG9OZmVLSFk4Y0ZYUT09

Zoom Meeting ID: 847 3608 3788 (Passcode: 2021)

http://fb.com/iranmirrorbd/live/

ওয়েবিনার শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। ওয়েবিনারে যোগদানের জন্য ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রসহ আয়োজন সবগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ