ইরানোলজি বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে ইরান: ড. ফোরুজান
(last modified Tue, 09 Feb 2021 02:24:20 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ০৮:২৪ Asia/Dhaka
  • ইরানোলজি বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে ইরান: ড. ফোরুজান

ইরানের ইসলামি বিপ্লব এ অঞ্চলে ফারসি চর্চাকে পুনরুজ্জীবিত করেছে বলে মন্তব্য করেছেন ইরান বিশেষজ্ঞরা। সোমবার ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী ও নারী দিবস উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র, ইরানোলজি ফাউন্ডেশন, সাদি ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে বক্তরা এ কথা বলেন।

‘বাংলাদেশে ইরান পরিচিতির অবস্থান পর্যালোচনা ও ইসলামি বিপ্লবের ৪২ তম বিজয় বার্ষিকী’ শীর্ষক ওয়েবিনারের  আলোচনার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে ইরান পরিচিতি বিষয়ক শিক্ষা ও যোগাযোগের ইতিহাস’, ‘বাংলাদেশে ইরান পরিচিতি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা’ ও ‘বাংলাদেশে ইরান বিষয়ক বিশেষজ্ঞদের অবস্থান’।

ওয়েবিনারে বক্তারা বলেন, সুদীর্ঘকাল ধরে বাংলাদেশে ফারসি চর্চা হয়ে এসেছে। অনেক কবি-সাহিত্যিক ফারসি ভাষা নিয়ে কাজ করেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে ফারসি সাহিত্যের অনুবাদ করেছেন।  তবে মাঝে কিছুকাল চর্চা কমে গেলেও ইরানের ইসলামি বিপ্লব ফারসি ভাষার প্রসারের ক্ষেত্রে আশীর্বাদ হয়ে এসেছে। এ অঞ্চলে ফারসি চর্চার পুনরুজ্জীবন ঘটেছে।

এর উদাহরণ তুলে ধরতে গিয়ে বক্তারা বলেন, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ চালু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারে  ফারসি ভাষা শেখানো হচ্ছে। ইরান সাংস্কৃতিক কেন্দ্র দীর্ঘদিন ধরে ফারসি ভাষা শিক্ষার জন্য জুনিয়র, সিনিয়র ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে আসছে । আর গত এক বছরেরও বেশি সময় ধরে পরিচালিত ইরানোলজির ক্লাস ইরান পরিচিতি ও ফারসি ভাষার প্রসারে নতুন মাত্রা যোগ করেছে।

ওয়েবিনারে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার, ইরানোলজি ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড. হামিদ ফোরুজান,  ইরানোলজি ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল সাইন্টিফিক কো-অপারেশন বিভাগের মহাপরিচালকের  উপদেষ্টা ড. সাইয়্যেদ আব্দুল মাজিদ মিরদমদি,বাংলাদেশে অবস্থিত ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচালার কাউন্সেলর ও ইরানোলজির শিক্ষক ড. সাইয়্যেদ হাসান সেহাত, সাদী ফাউন্ডেশনের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ ড. এলহাম হাদ্দাদী, তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হেকমাত উল্লাহ মোল্লা সলেহী, ইরানোলজির শিক্ষক ড. জুহরে জারশেনস,আঞ্জুমানে ফারসি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উসমান গনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান জনাব আব্দুল করিম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শাহ জালাল। ওয়েবিনার সঞ্চালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক এবং ইরান স্টাডিস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন।

এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইরানোলজি ফাউন্ডেশনের প্রধান আয়াতুল্লাহ সাইয়েদ মোহাম্মদ খামেনেয়ীর বার্তা পড়ে শোনান ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল সাইন্টিফিক কো-অপারেশন বিভাগের মহাপরিচালকের  উপদেষ্টা ড. সাইয়্যেদ আব্দুল মাজিদ মিরদমদি।

ওয়েবিনারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ইরানোলজি বিভাগের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ইরান বৃত্তি প্রদান করবে বলে জানান ইরানোলজি ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড. হামিদ ফোরুজান।

ওয়েবিনারে নারী দিবস উপলক্ষে বাংলাদেশে ইরানোলজি বিষয়ক দুই নারী বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের ফারসি বিভাগের শিক্ষক অধ্যাপক শামীম বানুকে বিশেষ সম্মাননা দেয়া হয়।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ