ফেব্রুয়ারি ২৫, ২০২১ ০৬:০১ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউ-ইয়ং এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউ-ইয়ং এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ অবিলম্বে তার দেশের আটকে পড়া অর্থ ছেড়ে দেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ার কয়েকটি ব্যাংক গত আড়াই বছর ধরে ইরানের পাওয়া অর্থ আটকে রেখেছে যার কারণে দু’দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জারিফ বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউ-ইয়ং- এর সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। জারিফ বলেন, সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে যখন ইরানের বৈদেশিক মুদ্রার বড় রকমের প্রয়োজন দেখা দেয় তখন তার পাওনা বুঝিয়ে দিতে দক্ষিণ কোরিয়ার গড়িমসি গ্রহণযোগ্য নয়।

দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির প্রায় ৭০০ কোটি ডলার সেদেশের কয়েকটি ব্যাংকে আটকে রয়েছে। সিউল দাবি করছে, আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞার কারণে এই অর্থ তেহরানকে পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

টেলিফোনালাপে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিন সপ্তাহেরও কম সময় আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর তিনি নিজের সদিচ্ছার প্রমাণ দেয়ার জন্য জারিফকে টেলিফোন করেছেন। ইরানের অর্থ পরিশোধ করতে দক্ষিণ কোরিয়া সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ