চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার সমাধি
https://parstoday.ir/bn/news/iran-i89116-চিকিৎসা_বিজ্ঞানের_জনক_ইবনে_সিনার_সমাধি
চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনার সুনাম সারা বিশ্বে । ইবনে সিনা পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কিতাব রচনা করেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২৫, ২০২১ ১৩:৪৩ Asia/Dhaka
  • আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার সমাধি
    আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার সমাধি

চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনার সুনাম সারা বিশ্বে । ইবনে সিনা পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কিতাব রচনা করেন।

আবু আলি সিনা বা ইবনে সিনাকে চেনেন না এমন ব্যক্তি বিশ্বের সচেতন মহলে বিরল। শায়খুর রায়িস ছিল তাঁর উপাধি। তিনি একাধারে ছিলেন দার্শনিক, চিকিৎসাবিদ, গণিতবিদ এবং বিখ্যাত একজন জ্ঞানী-গুণী মনীষী।

ইরানের হামেদান শহরের একেবারে কেন্দ্রে ইবনে সিনার মাজার অবস্থিত। মাজার কমপ্লেক্সের চারপাশের পরিবেশ বেশ মনোরম। বাগ-বাগিচা আর কৃত্রিম ফোয়ারায় নান্দনিক এবং উপভোগ্য করে তোলা হয়েছে। মাজারের ভেতরে প্রধান দুটি বিভাগ রয়েছে। একটি মিউজিয়াম অপরটি লাইব্রেরি।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।