‘শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে’
https://parstoday.ir/bn/news/iran-i89350-শুধুমাত্র_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করলেই_ইরান_২০_মাত্রায়_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ_বন্ধ_করবে’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই শুধুমাত্র তেহরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩০, ২০২১ ০৮:৪৮ Asia/Dhaka
  • ‘শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই শুধুমাত্র তেহরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে। 

গতকাল (সোমবার) সন্ধ্যায় ইরানের এ সরকারি কর্মকর্তা  প্রেস টিভিকে বলেন,  পরমাণু সমঝোতার ৩৬তম  অনুচ্ছেদ অনুসারে  ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে এবং এই কর্মসূচি শুধুমাত্র বন্ধ হতে পারে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার  করার আগ পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ  করবে না।

ইরানের এ কর্মকর্তা আরো বলেন, “বাইডেন প্রশাসন সময় নষ্ট করছে। যদি শিগগিরই তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে তেহরান পরবর্তী পদক্ষেপ নেবে যার ফলে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন আরো কমে যাবে।”

আমেরিকার পলিটিকো ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে যে, পরমাণু ইস্যুতে চলমান অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে বাইডেন প্রশাসন নতুন প্রস্তাব নিয়ে আসছে। এরপর ইরানের এই সরকারি কর্মকর্তা প্রেস টিভিকে এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/৩০