বিশ্বের খ্যাতিমান আধ্যাত্মিক কবি আত্তার নিশাপুরী
https://parstoday.ir/bn/news/iran-i90076-বিশ্বের_খ্যাতিমান_আধ্যাত্মিক_কবি_আত্তার_নিশাপুরী
বিশ্বের অত্যন্ত খ্যাতিমান আধ্যাত্মিক কবি, সাধক ও পীর-মুর্শিদগণের অন্যতম হলেন শেখ ফরিদ উদ্দিন মুহাম্মদ আত্তার নিশাপুরী রহমাতুল্লাহি আলাইহ্।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০২১ ১৫:২৪ Asia/Dhaka

বিশ্বের অত্যন্ত খ্যাতিমান আধ্যাত্মিক কবি, সাধক ও পীর-মুর্শিদগণের অন্যতম হলেন শেখ ফরিদ উদ্দিন মুহাম্মদ আত্তার নিশাপুরী রহমাতুল্লাহি আলাইহ্।

বর্তমান ইরানের খোরাসান প্রদেশস্থ’ নিশাপুর শহরে ৫৪০ হিজরি মুতাবিক ১১৪৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ এবং ৬১৮ হিজরি মুতাবিক ১২২১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর আসল নাম আবু হামিদ মুহাম্মদ বিন আবি বকর ইবরাহীম।

আত্তার ও ফরিদ উদ্দিন তাঁর কলমী নাম। সাধারণ মুসলমানদের কাছে শেখ ফরিদ উদ্দিন মুহাম্মদ আত্তার নিশাপুরী তাঁর জগদ্বিখ্যাত গদ্য গ্রন্থ ‘তাযকিরাতুল আউলিয়া’র জন্য বিশেষভাবে পরিচিত হলেও তাঁর রচিত কাব্যসমূহ আধ্যাত্মিক মনীষীবৃন্দ ও গবেষক সাধকদের মননকে সবিশেষ সমৃদ্ধ করেছে এবং অনেক গ্রন্থ বিভিন্ন ভাষাতেও অনূদিত হয়েছে।

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।