নাতাঞ্জে ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন
https://parstoday.ir/bn/news/iran-i90208-নাতাঞ্জে_৬০_মাত্রায়_সমৃদ্ধকরণ_ইউরেনিয়ামের_প্রথম_ব্যাচের_উৎপাদন_সম্পন্ন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীরা ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ কথা নিশ্চিত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৬, ২০২১ ১৮:৩৪ Asia/Dhaka
  • নাতাঞ্জ পরমাণু স্থাপনা
    নাতাঞ্জ পরমাণু স্থাপনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীরা ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ কথা নিশ্চিত করেছেন।

নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় এবং প্রথম ব্যাচ উৎপাদনের মধ্যদিয়ে সেই ঘোষণার সফল বাস্তবায়ন ঘটালো।

আলী আকবর সালেহি বলেন, ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর এখন এ কথা পরিষ্কার হয়েছে, যেকোন মাত্রায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। তিনি আরো বলেন, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে অন্তর্ঘাতমূলক হামলার পরও উৎপাদন অব্যাহত রয়েছে।

আলী আকবর সালেহি জানান, মাত্র দুই দিনে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্ভব হয়েছে এবং প্রতি ঘন্টায় এখন ৬০ মাত্রায় নয় গ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৬