হিজবুল্লাহ ও হামাসকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i90792-হিজবুল্লাহ_ও_হামাসকে_ধন্যবাদ_জানালেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের কুদস ফোর্সের উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মোহাম্মাদ হেজাজির মৃত্যুতে শোক প্রকাশ করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৮, ২০২১ ০৫:৩৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহ ও হামাসকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের কুদস ফোর্সের উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মোহাম্মাদ হেজাজির মৃত্যুতে শোক প্রকাশ করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মঙ্গলবার হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার কাছে পাঠানো আলাদা দু’টি বার্তায় এ ধন্যবাদ জানান।

তিনি হিজবুল্লাহ ও হামাসের পাশাপাশি ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রামের সাফল্য কামনা করেন।

কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ কাসেম সোলেইমানি (মোঝে) ও জেনারেল হেজাজির সঙ্গে সর্বোচ্চ নেতার ফাইল ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ অধিদপ্তর গত রোববার এক তথ্য বিবরণী প্রকাশ করে জানায়, এই বাহিনীর কুদস ফোর্সের উপ প্রধান সাইয়্যেদ মোহাম্মাদ হেজাজি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।

তার ইন্তেকালে ইরানের সর্বোচ্চ নেতাকে পাঠানো বার্তায় শোক প্রকাশ করেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।