ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ; ইসরায়েলি পতাকায় আগুন
https://parstoday.ir/bn/news/iran-i91714-ইসরায়েলি_হামলার_প্রতিবাদে_ইরানে_বিক্ষোভ_ইসরায়েলি_পতাকায়_আগুন
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভে আজরবাইজানি শিক্ষার্থীরা ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে দেয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৬, ২০২১ ১৭:৪৯ Asia/Dhaka
  • গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানের বিক্ষোভ মিছিল
    গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানের বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভে আজরবাইজানি শিক্ষার্থীরা ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে দেয়।

ফিলিস্তিনের সমর্থনে এদেশের জনগণের সাথে সংহতি জানিয়ে আজ (১৬ মে) রবিবার তেহরানে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে আজরবাইজানি শিক্ষার্থীরা। আজরবাইজানি শিক্ষার্থীরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে স্লোগান দেয় এবং ফিলিস্তিনি শিশু-হত্যার বিচার দাবী করে।

তারা ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক  স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দেয়।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।