যারা ভোটারদের নিরুৎসাহিত করে তারা দেশের কল্যাণ চায় না: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i92236-যারা_ভোটারদের_নিরুৎসাহিত_করে_তারা_দেশের_কল্যাণ_চায়_না_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একাদশ সংসদ গঠনের প্রথম বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বৃহস্পতিবার) ভার্চুয়ালি সংসদ অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৭, ২০২১ ২০:৪৪ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একাদশ সংসদ গঠনের প্রথম বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বৃহস্পতিবার) ভার্চুয়ালি সংসদ অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন।

ভাষণে সর্বোচ্চ নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, যারা জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানায় তারা দেশের কল্যাণকামী হতে পারে না।

তিনি জনগণকে উদ্দেশ করে বলেন, যারা বলে বেড়ায় ভোট দিয়ে লাভ নেই তাদের কথা শুনবেন না। তারা জনগণের কল্যাণকামী নয়। হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “আমি প্রিয় জনগণকে বলতে চাই ভোটগ্রহণ হয় একদিন আর তার প্রভাব থাকে কয়েক বছর। কাজেই নিজের ভাগ্য গঠনে ভূমিকা রাখতে ভুল করবেন না।”

ইরানের সর্বোচ্চ নেতা জনগণকে উদ্দেশ করে আরো বলেন, ভোট আপনাদের অধিকার। দেখে শুনে বুঝে আপনার দৃষ্টিতে সবচেয়ে ভালো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

সর্বোচ্চ নেতার ভাষণের আগে বক্তব্য রাখেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ

ভাষণের অন্য অংশে তিনি একাদশ জাতীয় সংসদের গত এক বছরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সাংসদদের উদ্দেশ করে বলেন, আপনারা এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো আচরণ করবেন না যাতে আপনাদের বিরোধী পক্ষ ষড়যন্ত্র করার সুযোগ পায়।

সর্বোচ্চ নেতার ভাষণের আগে ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ একাদশ সংসদের গত এক বছরের কার্যক্রম সংক্ষিপ্তভাবে সর্বোচ্চ নেতার সামনে পেশ করেন।

প্রতি বছর মে মাসের শেষ দিনগুলাতে ইরানের প্রথম সংসদ গঠনের বার্ষিকীতে আয়াতুল্লাহ খামেনেয়ী সশরীরে সংসদ অধিবেশনে উপস্থিত হতেন।  ফার্সি ১৩৫৯ সালের খোরদাদ মাসের শুরুতে (১৯৮০ সালের মে মাসের শেষভাগে) ইসলামি ইরানের প্রথম সংসদ অধিবেশন বসেছিল। অবশ্য গত বছর এবং চলতি বছর করোনাভাইরাসের প্রকোপের কারণে সর্বোচ্চ নেতা ভার্চুয়ালি সংসদ অধিবেশনে যুক্ত হচ্ছেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।