২য় টেলিভিশন বিতর্কে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী সাঈদ জালিলি
https://parstoday.ir/bn/news/iran-i92796-২য়_টেলিভিশন_বিতর্কে_ইরানের_প্রেসিডেন্ট_প্রার্থী_সাঈদ_জালিলি
ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের ২য় টেলিভিশন-বিতর্ক শুরু হচ্ছে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে। সাতজন প্রার্থীর সবাই এতে উপস্থিত হয়েছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ০৮, ২০২১ ১৮:০৭ Asia/Dhaka

ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের ২য় টেলিভিশন-বিতর্ক শুরু হচ্ছে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে। সাতজন প্রার্থীর সবাই এতে উপস্থিত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক নম্বর চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই বিতর্ক। প্রার্থীদের দ্বিতীয় এ বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড.সাঈদ জালিলি। 

আগামী ১৮ জুন শুক্রবার দেশটিতে ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।#