ইরানের প্রেসিডেন্ট নির্বাচন:
ব্রিটেনের ৭ শহরে ভোট কেন্দ্র স্থাপন, সহযোগিতা করছে না কানাডা
-
ইরানের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ
ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের জন্য ব্রিটেনের ৭টি শহরে ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
ব্রিটেনে অবস্থিত ইরানের দূতাবাস গতকাল এক বিবৃতিতে আরও জানিয়েছে, লন্ডনসহ আরও ৬টি শহরে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ইরানে আগামি শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণকালেই ব্রিটেনেও ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৯ টা থেকে বিকেল ৭ টা পর্যন্ত দশ ঘণ্টা ভোট গ্রহণ চলবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বহির্বিশ্বে নিযুক্ত নির্বাচনী প্রতিনিধির সঙ্গে আলোচনা করে জানিয়েছে, ব্রিটেনের লন্ডন শহরে ৫টি ভোট কেন্দ্র থাকবে। এছাড়া ম্যানচেস্টার, বার্মিংহাম, লিডস, গ্লাসকো, কার্ডিফ এবং নিউ-ক্যাসল শহরে ১ টি করে ভোট কেন্দ্র স্থাপন করা হবে।

ভোটারদেরকে স্বাস্থ্য প্রোটোকল মেনে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নির্বাচনী কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে কানাডা সরকার সেদেশে বসবাসরত ইরানি নাগরিকদের ভোট গ্রহণের সুযোগ করে দিতে-এখন পর্যন্ত-সহযোগিতা করছে না। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই তথ্য জানান।

ইরানের নির্বাচন পরিচালনা বিভাগের মুখপাত্র সাইয়্যেদ ইসমায়িল মুসাভি কানাডা সরকারের এই অসহযোগিতার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই অসহযোগ আন্তর্জাতিক রীতিনীতির পরিপূর্ণ লঙ্ঘন।
আগামী ১৮ জুন শুক্রবার ইরানে ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।