ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে একটি ভোটের প্রভাব
https://parstoday.ir/bn/news/iran-i93170-ইরানের_সর্বোচ্চ_নেতার_দৃষ্টিতে_একটি_ভোটের_প্রভাব
ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: কখনো কখনো একটি ভোটও নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে কারণে কারও এরকম বলা ঠিক নয় যে, আমার 'একটি ভোটে' কীইবা এসে যাবে।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ১৫, ২০২১ ২০:৫৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: কখনো কখনো একটি ভোটও নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে কারণে কারও এরকম বলা ঠিক নয় যে, আমার 'একটি ভোটে' কীইবা এসে যাবে।

ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বক্তব্য, রচনা ইত্যাদি প্রকাশ ও সংরক্ষণ সম্পর্কিত কার্যালয়ের স্যোশাল মিডিয়ার পেইজে আজ একথা বলা হয়েছে। সর্বোচ্চ নেতার অফিসিয়াল পেইজে দেওয়া ওই স্ট্যাটাসে আরও লেখা হয়েছে: অনেক সময় একটিমাত্র ভোট কিংবা কয়েকটি রায়ই একটি দেশের ভাগ্য নির্ধারণ ও ভবিষ্যৎ বিনির্মাণে ব্যাপক প্রভাব বিস্তার করে।

আগামি ১৮ জুন ২০২১ শুক্রবার ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।