প্রেসিডেন্ট প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাথে বৈঠক করলেন ইরানি খেলোয়াড়রা
https://parstoday.ir/bn/news/iran-i93206-প্রেসিডেন্ট_প্রার্থী_সাইয়্যেদ_ইব্রাহিম_রায়িসির_সাথে_বৈঠক_করলেন_ইরানি_খেলোয়াড়রা
ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারা আজ প্রেসিডেন্ট প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাথে বৈঠক করেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ১৬, ২০২১ ১৭:২৮ Asia/Dhaka

ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারা আজ প্রেসিডেন্ট প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাথে বৈঠক করেছেন।

এখন চলছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সাতজন প্রার্থীর নাম ঘোষণা করেন। যদিও আজ  ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী মোহসেন মেহের আলীজাদে ও আলীরেজা যাকানি। অবশিষ্ট পাঁচজনের মধ্যে একজন হলেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। যিনি হলেন বর্তমান বিচার বিভাগের প্রধান ও সাবেক অ্যাটর্নি জেনারেল। তিনি বিগত নির্বাচনে ড. হাসান রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। আগামী ১৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। # 

পার্সটুডে/মো.আবুসাঈদ/ ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।