ইরানের প্রেসিডেন্ট এবং ৪ প্রার্থীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ
https://parstoday.ir/bn/news/iran-i93336-ইরানের_প্রেসিডেন্ট_এবং_৪_প্রার্থীসহ_গুরুত্বপূর্ণ_ব্যক্তিদের_ভোটাধিকার_প্রয়োগ
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ১৮, ২০২১ ১৩:৩৩ Asia/Dhaka

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ (শুক্রবার) সকাল ৭ টায় ৭৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর পরপরই প্রেসিডেন্ট রুহানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে তার পছন্দের প্রার্থীকে ভোট দেন।

এরপর ভোট দেন নির্বাচনে চারজন প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিমোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদে হাশেমি।

ইতোমধ্যে ভোট দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাওয়াদ জারিফ, জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ, সাবেক স্পিকার হাদ্দাদ আদেল ও ড. আলী লারিজানি।

বর্ষীয়ান আলেমদের মধ্যে আয়াতুল্লাহ জান্নাতি, আয়াতুল্লাহ মাকারেশ শিরাজি, আয়াতুল্লাহ নূরি হামেদানিসহ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইরানের বিচার বিভাগের প্রধান ও সাবেক অ্যাটর্নি জেনারেল সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিগত নির্বাচনে ড. হাসান রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

ইতোমধ্যে ইব্রাহিম রায়িসির সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রক্ষণশীল প্রার্থী সাঈদ জালিলি এবং আলীরেজা যাকানি।

অন্যদিকে, আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অপর সংস্কারপন্থী প্রার্থী মোহসেন মেহের আলীজাদে

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।