যারা কোয়ারান্টাইনে আছেন তাদের জন্যও রয়েছে ভ্রাম্যমান ব্যালটবাক্স: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i93344-যারা_কোয়ারান্টাইনে_আছেন_তাদের_জন্যও_রয়েছে_ভ্রাম্যমান_ব্যালটবাক্স_ইরানের_স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রেই ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি। এসব তথ্য জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৮, ২০২১ ১৬:৩১ Asia/Dhaka
  • ভোটারদের দীর্ঘ লাইন
    ভোটারদের দীর্ঘ লাইন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রেই ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি। এসব তথ্য জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি।

কোনো ভোটকেন্দ্রে সমস্যা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭০ হাজার ভোটকেন্দ্রের কোথাও ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি। কোনোও বিদ্যুৎ চলে যেতে পারে। সেকারণে ইভিএমে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এ ধরণের সমস্যা মুহূর্তের মধ্যেই সমাধান করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতেও ভ্রাম্যমাণ ব্যালটবাক্স পাঠানো হয়েছে। যারা কোয়ারান্টাইনে আছেন তাদের কাছেও ভ্রাম্যমাণ ব্যালটবাক্স পাঠানো হচ্ছে। 

করোনাভাইরাস মহামারির মধ্যে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণও চলছে।

সকাল ৭টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিত দেখা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটার উপস্থিতি বেশি হলে প্রয়োজনে গভীর রাত পর্যন্ত ভোটগ্রহণ চলবে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।