খুজিস্তান প্রদেশের পানি সংকটের সমাধান করার নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i94902-খুজিস্তান_প্রদেশের_পানি_সংকটের_সমাধান_করার_নির্দেশ_দিলেন_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের পানি সংকটের সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২২, ২০২১ ১৮:৩৭ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের পানি সংকটের সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে খুজিস্তান প্রদেশের চলমান সমস্যার সমাধান করতে হবে। কোনো কর্মকর্তা যদি জনগণকে নিয়ে ভাবে তাহলে তার পক্ষে খুজিস্তানের চরম দুর্বিসহ পরিস্থিতির ব্যাপারে স্থির থাকা সম্ভব নয়। যেকোনো সরকারের দায়িত্ব জনগণের দাবিদাওয়া পূরণের আশু ব্যবস্থা করা।

বৃষ্টিপাত কম হওয়ায় খরার কবলে পড়েছে ইরানের খুজিস্তান প্রদেশ। ছবি- মেহর নিউজ এজেন্সি

ইরানের দক্ষিণাঞ্চলে চলতি বছর কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমের কারণে খুজিস্তান প্রদেশে পানির স্বল্পতা দেখা দিয়েছে। খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রদেশের জনগণ তীব্র পানির সংকটে ভুগছেন। সম্প্রতি প্রদেশের কোথাও কোথাও পানির দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন স্থানীয় লোকজন। তবে সরকারের পক্ষ থেকে কারুন বাঁধের বিভিন্ন গেট খুলে দিয়ে খুজিস্তানের পানি সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।