আইএইএ’কে রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকার আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i97264-আইএইএ’কে_রাজনৈতিক_চাপ_থেকে_মুক্ত_থাকার_আহ্বান_জানাল_ইরান
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য শনিবার রাতে তেহরানে পৌঁছেছেন। আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকের দু’দিন আগে তিনি একদিনের সফরে ইরানে এলেন। আগামীকাল (সোমবার) ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৮:১৫ Asia/Dhaka
  • আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি
    আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য শনিবার রাতে তেহরানে পৌঁছেছেন। আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকের দু’দিন আগে তিনি একদিনের সফরে ইরানে এলেন। আগামীকাল (সোমবার) ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার উপ প্রধান বেহরুজ কামালবান্দি ও আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি তেহরান বিমানবন্দরে গ্রোসিকে স্বাগত জানান।গরিবাবাদি এর আগে জানিয়েছিলেন, গ্রোসি এ সফরে ইরানের আণবিক শক্তি সংস্থার নবনিযুক্ত প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করবেন।

আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, আজ (রোববার) দুপুরে মোহাম্মাদ ইসলামির সঙ্গে রাফায়েল গ্রোসি সাক্ষাৎ করবেন এবং এর পরপরই গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ’র প্রতিনিধিদল ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

গত কয়েকদিন ধরে ইরানের সঙ্গে আইএইএ’র ব্যাপক আলাপ-আলোচনার ফল হিসেবে সংস্থাটির মহাপরিচালক তেহরান সফরে এসেছেন বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে। এসব আলোচনার তিনটি সূত্রের বরাত দিয়ে দৈনিকটি দাবি করেছে, ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে আবার আইএইএ’কে পরিদর্শন কাজ করতে এবং এসব স্থাপনায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএ’র কাছে সরবরাহ করার অনুমতি দিতে সম্মত হওয়ার পর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শনিবার তেহরানে বলেছেন, তার দেশের সঙ্গে আইএইএ’র সহযোগিতার সম্পর্ককে স্বাভাবিক করতে গ্রোসির সফর অনুষ্ঠিত হচ্ছে। এ সফরে দু’পক্ষের মধ্যে সহযোগিতা ইতিবাচক গতিতে এগিয়ে নেয়ার ব্যাপারে সমঝোতা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খাতিবজাদে ইরানের ব্যাপারে আইএইএ’কে তার কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সংস্থাটি যেন কোনো কোনো দেশের রাজনৈতিক চাপের কাছ নতিস্বীকার না করে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।