পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের অধিকার আমেরিকার নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i97968-পরমাণু_কর্মসূচি_সম্পর্কে_মত_প্রকাশের_অধিকার_আমেরিকার_নেই_ইরান
জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে আমেরিকার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আইএইএ’র পরিদর্শন নিয়ে মতামত প্রকাশের কোনো অধিকার নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২১ ০৭:৩৭ Asia/Dhaka
  • মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোহাম্মাদ ইসলামি; তার পাশে রাষ্ট্রদূত কাজেম জালালি
    মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোহাম্মাদ ইসলামি; তার পাশে রাষ্ট্রদূত কাজেম জালালি

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে আমেরিকার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আইএইএ’র পরিদর্শন নিয়ে মতামত প্রকাশের কোনো অধিকার নেই।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি গতকাল (মঙ্গলবার) রাশিয়া সফরে গিয়ে মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। তিনি বলেন, রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম দেশ হওয়ায় সেদেশের কর্মকর্তাদের সঙ্গে শলাপরামর্শ করার জন্য তিনি মস্কো সফরে গেছেন।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান পদাধিকার বলে দেশের অন্যতম ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্ব পালন করেন। মস্কো সফরে তিনি রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোসাটমের চেয়ারম্যান অ্যালেক্সি লিখাচোভের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার মোহাম্মাদ ইসলামি মস্কোয় পৌঁছালে রোসাটমের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।