কুন্দুজ হামলার মাধ্যমে তাকফিরি সন্ত্রাসবাদের বিপদ পরিষ্কার হয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i98498-কুন্দুজ_হামলার_মাধ্যমে_তাকফিরি_সন্ত্রাসবাদের_বিপদ_পরিষ্কার_হয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি আফগানিস্তানের কুন্দুজ শহরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বলদর্পী শক্তিগুলোর তৈরি করা তাকফিরি সন্ত্রাসীদের বিপদ পরিষ্কার হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১১, ২০২১ ১৯:২০ Asia/Dhaka
  • জেনারেল বাকেরি
    জেনারেল বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি আফগানিস্তানের কুন্দুজ শহরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বলদর্পী শক্তিগুলোর তৈরি করা তাকফিরি সন্ত্রাসীদের বিপদ পরিষ্কার হয়েছে।

আজ (সোমবার) এক বিবৃতিতে জেনারেল বাকেরি একথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিনীদের অপমানজনক পিছুহটার পর প্রতিরোধ অক্ষকে এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে

গত শুক্রবার জুমা নামাজের সময় কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতরা সবাই আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন। আফগানিস্তানের হাজারা শিয়া মুসলমান হচ্ছে তৃতীয় বৃহত্তম নৃ-গোষ্ঠী

ওই হামলার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, এই ঘটনা মুসলিম বিশ্বে বিশেষ করে প্রতিবেশী আফগানিস্তানে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে#

পার্সটুডে/এসআইবি/১১