নভেম্বর ১১, ২০২১ ১৮:১৩ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সিরিয়ার সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক উন্নয়নের যে সিদ্ধান্ত নিয়েছে তা উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা করবে। তবে স্বাভাবিকভাবেই আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমেরিকা উদ্বিগ্ন।

তিনি আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

সাঈদ খাতিবজাদে আরও বলেন, এ ধরণের পদক্ষেপের ফলে আরব দেশগুলোর মধ্যে বিরোধ যেমন মিটবে তেমনি আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্রও ব্যর্থ হবে। আরব দেশগুলোর মধ্যে বিরোধ উসকে দিয়ে এসব দেশকে দুর্বল করতে চায় আমেরিকা ও দখলদার ইসরাইল। কিন্তু এখন আরব দেশগুলো এক এক করে সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণে আমেরিকা ব্যর্থতার পাল্লা ক্রমেই ভারী হতে থাকবে। এই প্রবণতা গোটা পশ্চিম এশিয়ার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করেছেন। দীর্ঘ ১০ বছর পর আমিরাতের রাষ্ট্রীয় প্রতিনিধিদল সিরিয়া সফর করল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরে অসন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার প্রধান খালেদ আল হামিদান উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে দামেস্ক সফর করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এছাড়া জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ দীর্ঘ দিন পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।#     

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ