'রেডিও তেহরান অনুষ্ঠান শোনা আমার চিরাচরিত অভ্যাস এবং নেশা'
(last modified Fri, 31 Mar 2023 12:24:40 GMT )
মার্চ ৩১, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান অনুষ্ঠান শোনা আমার চিরাচরিত অভ্যাস এবং নেশা'

জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কলাকুশলী এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আমার সালাম।

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। নিয়মিত পত্র লিখা কিংবা প্রতিক্রিয়া জানাতে না পারলেও অনুষ্ঠান শোনা কিন্তু আমার চিরাচরিত অভ্যাস এবং নেশা। বলা যেতে পারে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান একজন সাধারণ মানুষকে আদর্শ মানুষ ও মুমিন হিসেবে বাস্তবায়িত করার একটি আদর্শ প্রতিষ্ঠান।

রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্যকথা অনুষ্ঠানে গত ৩০ মার্চ তারিখে মৃগী রোগ সম্পর্কিত ডাক্তার আবু বকর সিদ্দিক-এর চতুর্থ পর্বের সাক্ষাৎকারটি শুনছিলাম। আগের তিনটি পর্বের মতো এটিও খুব ভালো লেগেছে। এ অনুষ্ঠানটি এবং সাক্ষাৎকারটির মাধ্যমে মৃগী রোগ সম্পর্কিত অনেক অজানা বিষয় ও তথ্য জানতে পেরেছি। সুন্দর এ অনুষ্ঠানটির অবতারণা ও প্রচারণার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।

 

প্রেরক

ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান

সভাপতি, গোয়ালু ডিএক্স রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: পূর্ব গোয়ালু, পোস্ট: বুড়িরহাট ফার্ম

জেলা: রংপুর, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

ট্যাগ