'ইসলামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম'
https://parstoday.ir/bn/news/letter-i121546-'ইসলামী_প্রজাতন্ত্র_দিবসের_অনুষ্ঠানটি_থেকে_অনেক_অজানা_তথ্য_জানতে_পারলাম'
আসসালামু আলাইকুম ৷রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে জানাই পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা। গত ১ এপ্রিল রেডিও তেহরানের সন্ধ্যাকালীন অধিবেশনে প্রতিদিনের মতো শুনলাম অর্থসহ কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ও পবিত্র রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান 'খোদা প্রেমের অনন্য উৎসব'। প্রতিটি অনুষ্ঠানই আমার ভালো লেগেছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
এপ্রিল ০৫, ২০২৩ ১৫:৫৩ Asia/Dhaka
  • 'ইসলামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম'

আসসালামু আলাইকুম ৷রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে জানাই পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা। গত ১ এপ্রিল রেডিও তেহরানের সন্ধ্যাকালীন অধিবেশনে প্রতিদিনের মতো শুনলাম অর্থসহ কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ও পবিত্র রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান 'খোদা প্রেমের অনন্য উৎসব'। প্রতিটি অনুষ্ঠানই আমার ভালো লেগেছে।

তবে সব থেকে বেশি ভালো লেগেছে ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি থেকে জানতে পারলাম যে, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি হযরত ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ইসলামী বিজয়ের দুই মাস পর অর্থাৎ মার্চ মাসে একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়ওই গণভোটে ইরানের ৯৮.২ শতাংশ জনগণ ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ভোট দেয় এবং ১৯৭৯ সালের ১ এপ্রিল ইরানকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়সেই দিন থেকে প্রতি বছর ১ এপ্রিল দিনটি ইরানে ইসলামি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়

রেডিও তেহরানের মাধ্যমে ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি থেকে ইরানের ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারলামঅসংখ্য ধন্যবাদ জানাই রেডিও তেহরান কর্তৃপক্ষকে ইরান সম্বন্ধে অজানা তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করার জন্যপ্রিয় বেতার ও প্রিয় দেশ ইরানকে নিয়ে জানার কোন শেষ নেই।

 

সহিদুল ইসলাম

গ্রাম: গাদোপোতা, থানা: শীতলকুচি  

জেলা: কোচবিহার, পশ্চিমবঙ্গ. ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫